ছড়া

ভূতের ছানা || চিত্তরঞ্জন সাহা চিতু

তেঁতুল গাছে ভূতের বাসা
সবাই করে ভয়,
বুকের মাঝে দুরু দুরু
কি জানি কি হয়।

কানটা তাদের কুলোর মত
চোখে অাগুন জ্বলে,
রাত দুপুরে মগ ডালেতে
চেঁচিয়ে কথা বলে।

দাঁত গুলো সব মুলোর মত
বাঁশের মত পা,
ঐ পথে অার কেউ যেও না
ধরবে ভূতের ছা।

লম্বা লম্বা দু’হাত দিয়ে
অাকাশখানা ধরে,
ভয়ে ভয়ে মানুষগুলো
পালায় অাপন ঘরে।

রক্ত চুষে খায় যে তারা
রক্ত বাসে ভালো,
ল্যাংড়া খুড়া ভূতগুলো সব
দেখতে বিকট কালো।

তেঁতুল তলায় তোমরা যেন
কেউ যেও না ভুলে,
ভূতের ছানা দেখতে পেলে
অমনি নেবে তুলে।

বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ