কবিতা

মনের সুখে || ইমরান এইচ মাহমুদ

মগ্ন পাঠে

কবিতার মাঝে প্রেম খুঁজি রূপ খুজি তার ছন্দে

খাতা কলমের ঘষাঘষিতে নেমে আসে সন্ধ্যে

যার যা খুশি তাই ভাবতে পারো কান দেইনা কারো কথার মন্দে

প্রকৃতির ওই রূপ লাবণ্যে মন নেচে উঠে আনন্দে

ক্লান্তি গুলো যায় হারিয়ে নানা ফুলের গন্ধে

তাই না দেখে সুখ দুখেরা পড়ে যায় দ্বিধাদ্বন্ধে

আবেগ গুলো স্পর্শ পেলে শিহরণ জাগায় রন্ধ্রে

কয়হার মালায় অনুভূতিদের যায় কেটে তন্দ্রে

বাক্য গুলো পঠিতদের অভাবে পরে ঠেকে কান্দে

অরুচিকর খাদ্য যতো আনাড়ি রাঁধুনি রাধে

তবুও স্ব কলমের মুখে মনের সুখে শান দেয়

অচিন অনুভবে কবি কল্পনার পায়ে ভর করে

চলতে চলতে হারিয়ে যায় নিজ কবিতার অন্দরে