কবিতা

মুজিব || রুহুল আমিন রাকিব

মুজিব মুজিব মুজিব নাম
বাংলা জুড়ে ডাকি,
এই মাসটা এলে সবাই
জলে ভেজাই আঁখি।

বাংলা পিতার জীবন নিতে
কাঁপেনি ওদের বুকও
মুজিব নামের রক্তে ভেসে
বাংলা খুঁজে সুখও।

ভিনদেশিরা নয়তো কেহ
স্বদেশ শত্রু মিলে,
সেদিন রাতে চেয়েছিল
বাংলা নিতে গিলে।

রক্ত তুলি দিয়ে মোরা
সবুজ শ্যামল আঁকি,
এই মাসটা এলেই তবে
মুজিব মুজিব ডাকি

নয় পরাজয় তাদের কাছে
লাখো মুজিব সৈন্য,
বাংলাদেশের পিতা মুজিব
তোমায় পেয়ে ধন্য।

সফিপুর,গাজীপুর