কবিতা

রং তুলিতে আঁকা স্বপ্ন || প্রমতম সী

নীল পাহাড়টার গা বেয়ে ভেসে চলেছে আজ ওরা ,

তুমি বলবে ওতো আকাশ…৷
সবুজ বনানী ঘেরা ঝিরিঝিরি জলকনার-

আলতো ছোঁয়ার একরাশ আলিঙ্গন ,তুমি বলবে ওতো ঝরনা…৷
একলা শহর দুচোখ ভিজিয়ে দেয় ,নির্জনতার পথে হেঁটে চলে নীরবতা…৷
স্ট্রিটের আলোও পৌঁছে যায় তার ঠিকানায় বারবার ,তুমি তা ভাববে কেমন করে ?

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment