কবিতা

রোববারের নিমপাতা

শঙ্খচূড় ইমাম

জলের ফোয়ারা থেকে বেরিয়ে আসা সম্ভাবনা

তোমাদের গুহাচিত্রে কোনোদিনই হবে না লাল

দ্যাখো, পোড়া হাত নির্দেশ করতেই-

পাখিরঙ-পর্বতদ্বয় উড়তে থাকে ইস্রাফিলে

আর যতসব স্নিগ্ধ শৌখিন শৃঙ্খল নিঃশেষে বিভাজ্য

আজ তা বেঁকে বসন্ত ব্যঞ্জনায়

তোমরা কি বোঝ না-

দুই পাড় দূরে রেখে জেগে ওঠা পিচ্ছিল জ্ঞান

কতটা করুণা করে নেমে আসে প্রস্থান পর্বে

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment