ছড়া

শফিকুল ইসলাম শফিক’র চারটি ছড়া

#ভ্যাপসা গরম

ভ্যাপসা গরম নাই যে ধরম
উপায় খুঁ‌জি ভাই
একি মরম রৌদ্র চরম
ঘা‌মে ডু‌বে যাই।

ই‌চ্ছে ক‌রে ব‌ন্দি ঘ‌রে
কাটাই সারা‌দিন
বিদ্যুৎ ও‌রে ফ‌ন্দি ধ‌রে
জ্বালায় অন্তহীন।

ঠাণ্ডা পড়ুক পাতা নড়ুক
একটুখা‌নি বায়
মনটা ভরুক প্রাণটা ভরুক
স্ব‌স্তি লো‌কে চায়।

কা‌জের টা‌নে মা‌ঠের পা‌নে
শু‌নি চা‌ষির গান
গরম বা‌নে দিনমানে
যা‌চ্ছে খে‌টে প্রাণ।

#ভাষার গান

বাংলা আমার মহান মাতৃভাষা
এই ভাষা‌তে সু‌রের ছন্দ 
এই ভাষা‌তে ভুলি দ্বন্দ্ব
ভাষার জন্য সব মানু‌ষের
মি‌টে ম‌নের আশা
ভাষার প্র‌তি অটুট ভা‌লোবাসা।

এই ভাষা‌তে গাঁথা আ‌ছে ল
শহীদ ছে‌লের কথা
এ সব কথ‌া কেম‌নে ভু‌লি
প্রা‌ণে যথা তথা।

মাতৃভাষা সবার মু‌খে মু‌খে
চোখের পাতায় স্বপ্ন আঁকা
র‌বেই শ‌তো সু‌খে
এবং শ‌তো দু‌খে ।

#হা‌তের লেখা

হা‌তের লেখায় 
থাক‌লে কাটাকা‌টি,
হা‌তের লেখা 
হয় না প‌রিপা‌টি।

হা‌তের লেখা 
কা‌রো ভাল হ‌লে-
ভাল লেখা
সবাই কিন্তু ব‌লে।

নই‌লে হবে 
পরীক্ষা‌র ফল মা‌টি,
জে‌নে রেখো 
কথা কিন্তু খাঁ‌টি।

ভাল হা‌তের লেখা
ছাড়া  মন ভ‌রে না,
ভাল লেখার সা‌ধে
যেন ঘুন ধ‌রে না।

হা‌তের লেখা হয়‌তো
কারো খারাপ লা‌গে-
ভাল হ‌বে চেষ্টা ক‌রো
সবার আ‌গে।

ভাল লেখা দে‌খে কভু 
চোখ স‌রে না,
ভাল লেখা ছাড়া ভাল 
কেউ প‌ড়ে না।

#বন্ধু মা‌নে 

বন্ধু মা‌নে
যখন তখন চলার সাথী 
বন্ধু মা‌নে 
দুঃখ-সু‌খের মালা গাঁ‌থি।

বন্ধু মা‌নে 
য‌তো খু‌শি ভালোবাসা
বন্ধু মা‌নে 
কান্না ভু‌লে মধ‌ুর হাসা।

বন্ধু মা‌নে 
হৃদয় দি‌য়ে হৃদয় দেয়া
বন্ধু মা‌নে 
নাই বা দেখলে খবর নেয়া।

বন্ধু মা‌নে 
একই সা‌থে আড্ডা হা‌সি
বন্ধু মা‌নে 
সারা বেলা পাশাপা‌শি।

বন্ধু মা‌নে 
বন্ধু‌ত্ব‌কে যত্ন করা
বন্ধু মা‌নে 
শক্ত প্রে‌মের ভি‌ত্তি গড়া।

কনইল, ভীমপুর, নওগাঁ।