ছড়া

শরৎ ছবি আঁকে || রুহুল আমিন রাকিব

গাছের ডালে ডাকে পাখি
ফুটে কত ফুল,
রাতের চাঁদও আলো দিতে
করে নাতো ভুল।
ঝিঙে ফুলে খেলা করে
প্রজাপতির দল
পাতার ফাঁকে এলোমেলো
জুড়ছে কোলাহল।
নদীর তীরে,হিমেল হাওয়া
মন করে দেয় ভালো,
আকাশ-টা হয় দুধের বাটি
আহা!কি তার আলো।
দূরের বনে মন ছুটে যায়
কাঁশ ফুলেরা ডাকে,
তুলির ছোঁয়ায় খোকাখুকি
শরৎ ছবি আঁকে।