আমি দেখেছি তাঁকে ঢাকার রাজপথে
রমনার বটমূলে, শাহবাগ চত্বরে,
দেখেছি তাঁকে তপ্ত পিচঢালা পথে
শ্লোগান মুখর সেই উত্তাল মিছিলে।
আমি দেখেছি তাঁকে নিদ্রাহীন রাতে
খোলা আকাশের নীচে একতারা হাতে,
মেঘের গম্বুজ ভেঙে চাঁদের বাসরে
নিঃশব্দ পৃথিবীর এই অশান্ত বদ্বীপে।
আমি দেখেছি তাঁকে বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তরে,
একাত্তরে দেখেছি তাঁকে লাল সবুজের ভীড়ে,
নব্বইয়ে তাঁকে শেষ বারের মতো দেখা
বুকে পিঠে দু’টি সাহসী শ্লোগান লেখা।
স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক
যার বুকে পিঠে আঁকা সতেরো কোটি মানুষের
মুক্তির সনদ, বাংলা মায়ের মুক্তির গান,
কে ফিরাবে তাঁকে, যদি নাম হয় নূর হোসেন।
যদি নাম হয় নূর হোসেন, সেতো একা নয়
লাখো নূর হোসেন জাগে বাংলায়,
আজও অমানুষের ভীড়ে মানুষের আর্তনাদ
সেই রক্তে লেখা ‘গণতন্ত্র মুক্তি পাক’।
তারিখঃ ১০/১১/২০২২
আপনার মন্তব্য লিখুন