শুদ্ধ বলি
-মজনু মিয়া
হবি নামের একজন ত্রিশ বছর বয়সের লোক,তিনি মাঝে মধ্যে তার গুরুর বাড়ি যায়।
গুরুর বাড়ি তার এলাকা থেকে অনেক দূরে আর দূর হওয়াতে এক এলাকার কথা বার্তার সাথে অন্য এলাকার মিল কম।
তাই দোকানে গেলো, দোকানে গিয়ে বলছে স্যাকরট আছে স্যাকরট তো দোকানদার হা করে মুখের দিকে চেয়ে রইলো।আরে ভাই কি বলেন,কি চান আপনি? তখন আবার বিক্ত হয়ে নিজেই বলে, আরে ভাই শুদ্ধ করে বললে বুঝেন না বিড়ি আছে নাকি তাই বলছি,তো দোকানদার বিড়ি দিলো আর বিড়বিড় করে বলে কোন্ গেওয়া আইছে সালায় সিগারেট বলতে পারে না।
তো গুরু বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ি আসতে হয় দীর্ঘ পথ হেঁটে আসতে হয় তাই চার পাঁচ মাইল আসার পর দোকান থেকে কিছু কিনে খেয়ে পানি খেয়ে তার পর আসতে হয়। আসতে আসতে ঠিক সেই দোকানে এলো আসার পর দোকানদারকে বলছে শুদ্ধ করে শুড়ুম আছে ভাইজান (বলে আবার হাত নাড়ে) দোকানদার বলছে শুড়ুম কি ভাই? আবার হবি বলছে এখানেও শুদ্ধ করে বললে বুঝে না হুড়ুম আছে কি? পাশে বসা এক লোক ফিক ফিক করে হেসে বলে আরে পাহাইড়া শুড়ুম বা হুড়ুম কোনোটাই শুদ্ধ না আসলে ওনি চাচ্ছে দোকানদার ভাই মুড়ি হাহাহা করে সবাই হাসলো!
শুদ্ধতা না জানলে না বলাই ভালো,এলাকা অনুসারে যা বললে সবাই বুঝে তাই বলতে হয়।আমরা তাই করবো।
___________________________________
মজনু মিয়া
মির্জাপুর
০১৭২৬০৩৯৮৭০.
আপনার মন্তব্য লিখুন