তুমি এসেছিলে ক্ষণিকের তরে
অজানা ভালোলাগায় উঠেছিল ভরে
মান ভেঙ্গে ছিল অভিমানি আকাশ
চারপাশে হাস্যোজ্জল রোদেলা উচ্ছ্বাস
সেই ক্ষণিক ভালোলাগার স্মৃতি
হৃদয়ের নিসর্গে গড়েছে বসতি।
এখন তুমি শুধুই ভাবনা
এছাড়া আর তো কিছুনা।
ভাবনায় মান অভিমান
ভাবনাতেই আদান প্রদান
ভাবনাতে আমি বহুরূপী
তোমাতে থাকি চুপি চুপি
সবার অগোচরে অলক্ষ্যে
অনাবিল সুখে কিম্বা দুঃখে
বাতাস-আলো-শিশির-জোছনা হয়ে
উন্মেষিত অফুরান দেই ইচ্ছামত ছুঁয়ে।
বিদায় বেলা অপলক চেয়েছিলে
আজও মনেপড়ে যাইনি তা ভুলে।
কি গেলে ফেলে আর কি বা গেলে নিয়ে
ভাবি গভীর রাতে তারাদের পানে চেয়ে !
আপনার মন্তব্য লিখুন