ছড়া

শ্রমিক || শরীফ সাথী

বিশ্ব মাঝে ঘুরে পিছু
ধনী গরীব উঁচু নিচু
সাজানো তাঁর ক্রমিক,
যে যারে যার ধর্ম করি
যে যেখানে কর্ম করি
কেউ কারো কেউ শ্রমিক ৷
হয়না কিছুর সমতুল্য
গায়ের ঘামের ন্যায্য মূল্য
জাগ্রত হোক বোধের,
ঘাম শুকানোর আগে ভাগে
যেন সবার মনে জাগে
মূল্য পরিশোধের ৷

সম্পাদক: শীর্ষ সাহিত্য পত্রিকা গীতিকার : বাংলাদেশ বেতার। বসবাস: সাহিত্য সদন (৩য় তলা) কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১। বাংলাদেশ। মোবা: ০১৭২৪৯৪৮২৫৯।