কবিতা সাহিত‌্য

সমাপ্ত…

সমাপ্ত…
মানজারুল ইসলাম দুলাল…

সেজে আছ হলদে শাড়ীতে
স্নান করবে নোনদের হস্তে।
তনুতে মাখবে কাঁচা হলুদ সখিরা গাইবে গীত।
বারি ছিটিয়ে হর্ষতে মত্ত মিত্ররা।

কিছু দিন পর বিকট ধ্বনিতে বর আসবে উজান তলী থেকে।
দেখিতে বলিবে এসে কালছে বর্ণ মেদ নেই তবু শরীরে।
কাজী আসবে জোড়া লাগাতে
উপস্থিত থাকবে সাক্ষী,
হাতে হাত ধরে বাকির রেওয়াজ নিয়ে
কবুল বলা হবে।

খাওয়া -দাওয়ার আয়োজন শুরু
বরের উচ্ছিষ্ট খাবার হবে কনের।
বৈষম্যের যাত্রা হল শুরু
নারী বলে কি রেহাই পাবে শুধু
পুরুষ?

মা বাবা অশ্রু ঝড়াবে আদরের দুলালী চলে গেল বলে।
সুখের জন্য বাসা বাঁধে নতুন রমনীর সাথে।
কিছু কাল গেলেই সুখের ঘরে অন্যের ভাগাভাগি।
শাশুরীর কথা লবণের মত,
ননদের হাসি মিষ্টি , দেবরের কথা মাঝামাঝি।

দিন শেষে কালু বর্ণ আসে ঘরে,
আদরের বিপরীতে শুনে সারা দিনমানের ক্বিচ্ছা।
প্রভাতে হয় সবার সাথে সাক্ষাৎ
রাতের কানাকানি গুলো নিয়ে বসে অনাদরের হাট।

ছোট ছোট দ্বন্দ্ব মহাসমুদ্র হয়ে যায়,
প্রবল বেগে ঘর ডুবে ঘোর অমানিশায়।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment