কবিতা

সমুদ্রের সকাল || পিতাম্বর ধনঞ্জয় ঘোষাল

বিশাল সমুদ্র সৈকতে দাঁড়ালাম-
অনেক ফেনিল ঢেউ
আনন্দের মতো ছুটে আসছে
বিপুল তরঙ্গে হারিয়ে যাচ্ছি
হৃদয়ে যে বেদনা গুলো চাপা ছিল
দীর্ঘ দিন –দীর্ঘ-দীর্ঘ কাল
সমুদ্রের ঢেউয়ের উচ্ছাস —
কোথায় ভাসিয়ে নিয়ে গেল
আমি হারিয়ে যাচ্ছি
ক্রমশ তলিয়ে যাচ্ছি
এক স্বর্গীয় পুলকের আবেশে ;

তবুও কেন যে !
এই সীমাহীন সাগর আর ঢেউ
সমুজ্জ্বল আকাশের নীল
আমার হৃদয় ভাসিয়ে নিয়ে
কোন এক নীল মৃত্যুর দিকে
এগিয়ে নিয়ে চলে গেল;
সাগর থেকে মহাসাগরে
এ জীবন থেকে অন্য জীবনে
নীল সাগর
নীল আকাশ
নীল মৃত্যু আর আমার পৃথিবী ;
কেমন লবণাক্ত হয়ে
অবাধ্য অশান্ত তরঙ্গের মত
আঘাত হেনে গেল।