স্টাফ রিপোর্টার :-
সাহিত্য সংগঠক অবদানে
সাহিত্য সম্মাননা ও এককালীন অর্থ পেলেন কাব্যচাষী কবি পবিত্র মহন্ত জীবন।
“মৌচাকের ৪র্থ প্রতিষ্টাবার্ষিকী‘১৮ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শনিবার রংপুর টাউনহলে বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আলোচনা সভা, মৌচাক এর ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন, মৌচাক সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ মোহাম্মদ ফজলুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রংপুর। মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কেন্দ্রীয় পরিষদ সদস্য বিপ্লব প্রসাদ, রঙ্গপুর সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর জেলা শিল্পকলা একাডেমী সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর বিভাগীয় কিন্ডার গার্টেন ফাউন্ডেশনের আহবায়ক সুইটি আঞ্জুম। এতে স্বাগত বক্তব্য রাখেন মৌচাকের প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম জীবন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌচাক উপদেষ্টা সাঈদ সাহেদুল ইসলাম, মতিয়ার রহমান, আলেয়া খাতুন লাভলী, এস এম সাথী বেগম, সাহিনা সুলতানা, অঞ্জলিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম, সাংবাদিক ও ছড়াকার মাহবুবুর রহমান, ছড়ড়া সম্পাদক এস এম খলিল বাবু, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুনীল সরকার, জাতীয় কবিতা পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, লেখক সংসদ রংপুরের রাকিবুল হাসান এলেন, অভিযাত্রিকের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, শিল্পাচলের সম্পাদক সালমা সেতারা প্রমুখ। আলোচনা শেষে মৌচাক এর ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন হয়। পরে মৌচাকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি পবিত্র মহন্ত জীবনকে মৌচাক সম্মাননা, সনদ ও নগদ এককালিন অর্থ প্রদান করা হয়। সম্মাননা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও নাটিকা মঞ্চস্থ হয়। সংগীত পরিচালননা করেন শিখা সংসদ রংপুরের সংগীত প্রশিক্ষক কন্ঠশিল্পী ফারহান শাহীল লিয়ন, রেজাউল করিম মুকুলের লেখা নাটিকা নিদের্শনা দেন শিখা সংসদ রংপুরের নাট্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির, নৃত্য পরিচালনা করেন নৃত্যশিল্পী সৈয়দ জুবায়ের আলম। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন উপস্থাপক শরীফ সুমন ও সাহিনা সুলতানা।
প্রসঙ্গঃ কাব্যচাষী কবি পবিত্র মহন্ত জীবন রংপুর জেলার ,গংগাচড়া উপজেলার ,শেরপুর পুটিমারী
(গোস্বামী পাড়ায়)পিতা-পরবানন্দ মহন্ত,মাতা-পারবতী রানী মহন্ত ।কবি সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা করে আসছে।তার প্রথম কবিতা
“আমার আপন”দৈনিক দাবানল পত্রিকায় প্রকাশিত হয়।
একাধারে লিখেছেন দৈনিক যুগের আলো,দৈনিক পূবের কলম(ভারত),
দৈনিক সমকাল, দৈনিক যায়যায়দিন, দৈনিক মাথাভাঙ্গা,দৈনিক সংগ্রাম,দৈনিক সংবাদ,দৈনিক জনতা,দৈনিক
পরিবেশ,দৈনিক ভোরের কাগজ,দৈনিক করতোয়া, দৈনিক রংপুর চিত্র,দৈনিক ভোরের ডাক,দৈনিক বাংলাদেশ প্রতিদিন,সাম্প্রতিক দেশকাল,মাসিক আল-ফুরক্কান,মাসিক ফুলকুঁড়ি,মাসিক কিশোর চিত্র,মাসিক সমাজ দর্পণ,সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকা সাহিত্য সাময়িককীতে প্রকাশিত হয় ।তাঁর প্রতিটি মুহূর্তে মাটিও মানুষের লক্ষ্যে সত্য – ন্যায়ের এক বলিষ্ঠ উচ্চারণ লক্ষ্যেণীয়ে এগিয়ে যাচ্ছে তার সাহিত্যকর্ম।
তিনি সাহিত্যের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন – “গুণীজন সম্মাননা”১৩ খ্রি: বগুড়া ।
দৈনিক যুুগের আলো পত্রলেখক পরিষদ, শ্রেষ্ঠ লেখক”সাহিত্যপুরষ্কার”১২খ্রি: ,রংপুর । উত্তরবঙ্গ শ্রেষ্ঠ সংগঠক “সাহিত্য পুরষ্কার’১৫ খ্রি: রংপুর,”বঙ্গভূমিপুরস্কার’১৮ ইং ঢাকা, “চারুপাঠ সাহিত্য পুরস্কার” ১৮ ইং রংপুর।
বিভিন্ন জেলায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করে লেখকদের সান্নিধ্য পেয়েছেন । বর্তমান তিনি বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর সভাপতি দায়িত্বে আছেন।
বিভিন্ন জেলায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করে লেখকদের সান্নিধ্য লাভ করেন।
আপনার মন্তব্য লিখুন