কবিতা

সুখ তুমি কোথায় || মানজারুল ইসলাম দুলাল

শত বছর ধরে আমি পথ হাঁটছি
সুখের সন্ধানে ঊষা থেকে গোধূলী।
কোথাও খুজে পায়নি তোমায়।

শুনেছি তুমি থাক ইমারতের শীতাতপ ঘরে।তেহেরী, বার্গার আর স্যান্ডউইচের মাঝে।
সেখানেও খুঁজে পায়নি তোমায়।

তোমায় খুঁজেছি জুয়া আর মদের আবগারিতে।শুধু বেড়েছে আমার আকাঙ্ক্ষা।
তবুও খুঁজে পায়নি তোমায়।

বস্ত্রহীন, নিঃস্ব, ভঙ্গু্র ও এতিমদের মাঝেও
স্বপ্ন বোনার বীজ তুলে দেখেছি।
কোথাও খুঁজে পায়নি তোমায়।

শৈশব থেকে প্রবীণ পর্যন্ত তোমায় খুঁজে
দিশেহারা।তুমি কি ধরা দিবে না মৃত্যুর
ঘরে এসে। 
শুনেছি স্বর্গ লাভে ও রেখেছ ব্যবধান, তবে
কি সে কালেও হবে না দেখা।
সুখ তুমি কোথায়?

রাজিবপুর,কুড়িগ্রাম

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment