ছড়া

সোনার মতো তাজ || মহিউদ্দিন আল মহী

“দেশটা আমার মায়ের মতো”
সবাই যদি এই মানি
আমরা কী আর করতে পারি
মায়ের সাথে বেঈমানি?


দেশের সেবা করতে হলে
দশের সেবা করুন
জনগণের উন্নয়নে
নিজের প্রাণটা ধরুন।

জনগণের পক্ষে যদি
যান করে যান কাজ
জনগণ-ই এনে দিবে
সোনার মতো তাজ।


লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।