ছড়া

হলের খাবার || মহিউদ্দিন আল মহী

বাড়ি ছাড়া চাইর বছর
ভার্সিটিতে আছি
মায়ের হাতের পাইনা খাবার
কষ্ট করেই বাঁচি।
মোটা ভাতে শাদা পাথর
মেজাজ করে নষ্ট
রাগের চোটে খাইনা কভু
করতে থাকি কষ্ট।
মাছের মাংসের টুকরো যেন
ছোট্ট ছোট্ট মার্বেল
তরকারিতে হয় ব্যবহার
সবচেয়ে পচা তেল। 
ডাইনিংয়ের ডাল যেন
পদ্মা নদীর ঢেউ
সারা বছর লাউ খাই
নেয়না খবর কেউ।
এসব খাবার খেতে বসে
আসে কেবল কান্না
আমার চোখে ভাসতে থাকে
মায়ের হাতের রান্না।
মাঝে মাঝে মনকে বুঝাই
করব একদিন জব
ভালো ভালো খাবারগুলো
খাবো তখন সব!
ধাপে ধাপে টাকা বাড়ায়
হয়না খাবার উন্নত
হাজার হাজার ছাত্র ছাত্রী
হচ্ছে ভীষণ ক্ষুন্ন-তো।
মধ্যবিত্ত বাবা আমার
টাকা পাঠায় গুনে
মা যে আমার কান্না করে
দুখের কথা শুনে।

লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।