ছড়া

হিচকি

অলক পুরের তিলকবাবুর

মাথার চুলে টিক্কি

তাই না দেখে শিয়াল ছানার

উঠলো ভীষণ হিচকি।

আজব বেফাঁস শব্দ শুনে

বিড়াল ছানা কয়

হালুম হুলুম এলুম আমি

নাইরে কোন ভয়।

বাঘের মাসী দেখাও দেখি

কোথায় তোমার থাবা

এমন সময় বানর এসে

ডাকল রাজার সভা।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment