কবিতা

হেমন্তের সাঁঝে || পিতাম্বর ধনঞ্জয় ঘোষাল

হেমন্তের গানের মতো সুরে সুরে-
এখানে হেমন্তের সাঁঝে নিঃশব্দে
কুয়াশা নামে শিশিরের সাথে ;
এখানে ভিজে মাঠে পড়ে থাকে
আমনের খড় আর ধান –
দিনের শেষে শালিকের ঝাঁক ,
ডানা মেলে উড়ে যায় আপনার নীড়ে ।
বিশাল বটের শাখায় তখন ;–
আগুনের গুঁড়ো ঝরে–
জোনাকির সাথে
হেমন্তের রাতে ।
নিশীথের গাঢ় অন্ধকারে
ম্লান তারাদের মতো ম্লান চোখে
চেয়ে রব আকাশের পানে –
যেখানে ছায়াপথে
কালপুরুষ জেগে রয়
সারা রাত নক্ষত্রের সাথে ।
এখন মিষ্টি নরম শীতের ওম্
শরীর জুড়ে হিমের পরশ
বুকে বাজে হেমন্তের ভরাট গান
পাতা খসে পড়ে অবিরাম
ধরিত্রীর উপর মর্মর ধনি
ঝরা পাতাদের মর্মরিত তান।

পশ্চিমবঙ্গ,ভারত