ছড়া

হেমন্ত এলো || রুহুল আমিন রাকিব

এলো নতুন ধানে
চাষি ভাইয়ের গানে
হেমন্ত এলো নতুন সাজে
পাখিরও কলতানে।

হেমন্ত এলো খুব সকালে
মিষ্টি রোদের আলোয়
হেমন্ত এলো নবান্ন সাথে
রাতে আধাঁর কালোয়।

হেমন্ত এলো কুঁয়াশা নিয়ে
সাদা বকের ঐ ঝাঁকে
হেমন্ত এলো গাছের শাঁখে
আইলি পথের বাঁকে।
হেমন্ত এলো হেমন্ত এলো
অতিথি পাখির সাথে
হেমন্ত এলো হেমন্ত এলো
মন আনন্দতে মাতে।

হেমন্ত এলো হেমন্ত এলো
রাখাল ছেলের সুরে,
সেই সুরে,সুর মিলায় ঐ
বনের পাখিও দূরে।

হেমন্ত এলো হেমন্ত এলো
খোকা বাবু তাই খুশি
হেমন্ত এলো হেমন্ত এলো
গান ধরে তাই তুষি।