সাহিত্য বার্তা

২০১৯ এর বইমেলায় আসছে গল্পকার সানিয়া আজাদের প্রথম গল্পগ্রন্থ “ব্যাচেলরের সাতকাহন ও অন্যান্য”

অন্তরকথন ডেস্ক:-
“ব্যাচেলরের সাতকাহন ও অন্যান্য” একটি গল্পগ্রন্থের নাম।এই গল্পগ্রন্থটি মোট ১০ টি ছোট গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে। নামকরণ গল্পটিতে দেখা যাবে বাস্তবিক জীবনের নানা টানাপোড়েন ও ব্যাচেলরদের সুখ দুঃখ, বাড়ি পাওয়ার বিড়ম্বনা, তাদের দিনলিপিব পরিশেষে ব্যাচেলর জীবনের সমাপ্তি ঘটলেও সংসারের কঠিন নিয়মের ফলে ব্যাচেলর লাইফটাই যে জীবনের শ্রেষ্ঠ সময় তার হাস্যরসাত্মক বর্ণনা। এছাড়াও রয়েছে গ্রামের কিছু মৌলিক গল্প। যেমন পিতৃঋণ। এতে বিয়ের পর ছেলেরা বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ার পর অসহায় বাবা- মা, ছোট ভাই বোনদের দিনযাপন। বিসম্বাদ নামের গল্পে গ্রামের সমাজ চিত্রকে দেখানো হয়েছে। ছোট একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডায় দুই পাড়ার ঝগড়ায় দুটি তাজা প্রাণ চলে যায়, অথচ কয়েকদিন পরেই পাড়ার লোকজন একসাথে কাজ করছে, বাজারে যাচ্ছে। আরো আছে রম্য গল্প বিয়ে দিল্লী কা লাড্ডু – যেখানে পড়ুয়া বউ পেয়ে হাজবেন্ডের নাস্তানাবুদ অবস্থা।বর্তমান সময়ের চলমান পরকীয়া প্রেম নিয়েও আছে একটি সুন্দর ও সাবলীল গল্প যা পাঠককে দিবে একটি অন্যরকম ভাল লাগা।

বই:- ব্যাচেলরের সাতকাহন ও অন্যান্য
লেখক:- সানিয়া আজাদ
প্রচ্ছদ:- আল নোমান
প্রকাশনী:- সংবেদ প্রকাশনী
স্টল নং ৩৪৫ ও ৩৪৬
মূল্য ৩০০/-