মতামত

২০১৯ সালে দেহতত্ত্ব এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল: অম্লজান কীভাবে বাঁচায় আমাদের ‘জান’

জীবনে যেমন ভালবাসা কমে বা বাড়ে শরীরেও তেমনি এই ভালবাসাতূল্য অক্সিজেন কমে বা বাড়ে। এই যে কমে যাওয়ার সঙ্গে খাপ খাইয়ে কীভাবে প্রাণী অভিযোজন বা অ্যাডাপটেশন করতে পারে সেই বিষয়ের জন্যেই এ বছরের নোবেল পুরস্কার। এই বেঁচে থাকা কিন্তু শুধু মানুষের বেঁচে থাকা নয়। কোটি কোটি বছরের ইতিহাসে নানান প্রাণী এই পৃথিবীতে জন্ম নিয়েছে আবার বিলুপ্ত হয়েছে। এই বিবর্তনের প্রক্রিয়ায় প্রাণীর এই অভিযোজন ক্ষমতা শুধু মানুষের নয়, সমস্ত প্রাণীকুলের অস্তিত্বের জন্যে জড়িত। তাই কাব্য করেই বলা যায়, ‘অম্লজান কীভাবে বাঁচায় আমাদের ‘জান’– এটাই হলো এ বছরের নোবেল পুরস্কারের মূলতত্ব।